spot_img

ভারত ছাড়ছেন পাকিস্তানিরা, কাউকে আবার জোর করেও পাঠাচ্ছে পুলিশ

অবশ্যই পরুন

চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত ছাড়ছেন পাকিস্তানি নাগরিকরা। গত সপ্তাহে কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতের পক্ষ থেকে প্রায় সব পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বুধবার (৩০ এপ্রিল) সকালে পাঞ্জাবের আত্তারি সীমান্তে ভিড় করেন বহু পাকিস্তানি নাগরিক। কেউ স্বেচ্ছায় যাচ্ছেন, আবার কাউকে পুলিশ জোরপূর্বক পাঠিয়ে দিচ্ছে।

ভারত সরকারের পক্ষ থেকে জানা গেছে, শুধুমাত্র চিকিৎসা ভিসায় ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকরা এই নির্দেশনার বাইরে থাকবেন। বাকি সবার জন্য গেল রোববারই ছিল দেশে ফিরে যাওয়ার শেষ দিন। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও এখনও অনেকেই রয়ে গেছেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (৩০ এপ্রিল) একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করেছেন। পেহেলগামে ২২ এপ্রিলের হামলার পর এটিই ছিল তার প্রথম মন্ত্রিসভা বৈঠক। সেখানে নিরাপত্তা পরিস্থিতি ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

পেহেলগামের সেই জঙ্গি হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। এই ঘটনার পর থেকেই ভারতজুড়ে উদ্বেগ ও নিরাপত্তা সতর্কতা বেড়েছে।

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই আমাদের জাতীয় সংকল্প। সশস্ত্র বাহিনীর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। প্রতিশোধের সময়, পদ্ধতি ও লক্ষ্য ঠিক করার সম্পূর্ণ স্বাধীনতা তাদের দেওয়া হয়েছে।’

এরইমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে কৌশলগত পয়েন্টগুলোতে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

সর্বশেষ সংবাদ

ইরানের বন্দরে বিস্ফোরণ: ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির সেনা কর্মকর্তা

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির এক সেনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ