spot_img

শ্রমিক দিবসে দিনব্যাপী আয়োজনের কথা জানালেন শ্রম উপদেষ্টা

অবশ্যই পরুন

শ্রমিক এবং মালিক উভয় পক্ষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। জুন মাসে সুইজারল্যান্ডে আইএলও’র সাথে বৈঠক শেষে এ সংক্রান্ত আইন চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে মে দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শ্রম উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রম আইনের সংশোধনীতে এ বিষয়ের দৃশ্যমান অগ্রগতি থাকবে বলে জানান তিনি।

সব কাজ শেষ করে এ বছরেই আইনটি চূড়ান্ত হতে পারে এমনটা জানালেন উপদেষ্টা।

তিনি বলেন, শ্রমিকরা যাতে কর্মক্ষেত্রে কোনোভাবেই বঞ্চিত না হয় সে বিষয় সচেতন থেকে কাজ করছে মন্ত্রণালয়। তাই এবারের মে দিবসের শ্লোগানও রাখা হয়েছে ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।

আগামীকাল মহান মে দিবস উপলক্ষে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সকালে র‍্যালি, এরপর আলোচনা সভা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে দিনব্যাপী।

সর্বশেষ সংবাদ

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। রাজনৈতিক দলগুলোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ