spot_img

ডিপিএলে মেজাজ হারালেন রিয়াদ, তেড়ে গেলেন দর্শকের দিকে

অবশ্যই পরুন

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী বনাম মোহামেডানের মঙ্গলবারের (২৯ এপ্রিল) ম্যাচটা ছিল অলিখিত ফাইনাল। সেই ম্যাচে হেরেই কিনা মোহামেডানের ‘কুল কাস্টমার’ মাহমুদউল্লাহ রিয়াদ হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন!

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে ছয় উইকেটে হারিয়ে টানা তৃতীয় শিরোপা নিশ্চিত করে আবাহনী। ম্যাচ শেষে যত আনুষ্ঠানিকতা ছিল, সবই হয়েছে। ক্রিকেটাররা একে অন্যের সাথে হাত মিলিয়েছেন। জয়ীদের অভিনন্দন জানিয়েছেন।

রিয়াদ উত্তেজিত হয়ে ওঠেন তার কিছুক্ষণ পরই। ক্রিকেটাররা যাচ্ছিলেন ড্রেসিং রুমের দিকে। মোহামেডানের ড্রেসিং রুমে ঢোকার মুখে গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে এক দর্শক রিয়াদকে লক্ষ্য করে কিছু একটা বলেন। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। উপস্থিত অনেকের ক্যামেরা রিয়াদের রাগান্বিত সে সময়ের দৃশ্য ধারণ করে।

রিয়াদ লাফিয়ে গ্যালারিতে উঠে যান। সেখানে বেশ কিছুক্ষণ চলে তর্ক। পরে অবশ্য টিম অফিশিয়ালরা রিয়াদকে বুঝিয়ে নিচে নামিয়ে আনেন এবং ড্রেসিং রুমের ভেতরে পাঠিয়ে দেন।

দেড় দশকেরও বেশি সময় হতে চলা ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি মোহামেডান। দীর্ঘ সময় পর এবার শিরোপার খুব কাছাকাছি গিয়েছিল দলটি। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছে হেরে শিরোপা অধরাই থাকে তাদের।

সর্বশেষ সংবাদ

সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠক, সামরিক হামলার ‘সবুজ সংকেত’ দিলেন মোদি

জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে দেশটির তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান,...

এই বিভাগের অন্যান্য সংবাদ