spot_img

কাশ্মীর ইস্যুতে যে বার্তা দিলেন এরদোয়ান

অবশ্যই পরুন

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দুই দেশের প্রতি দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি—খবর আল আরাবিয়ার।

এরদোয়ান বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা যেন দ্রুত প্রশমিত হয়—আমরা সেই কামনাই করছি। কারণ, আমরা চাই না এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক। এখনই যদি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এটি ভয়াবহ সংকটে রূপ নিতে পারে।’

এরদোয়ান এই বক্তব্যের পাশাপাশি ফিলিস্তিন প্রসঙ্গেও তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘পূর্ব জেরুজালেম, পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনিদেরই ভূমি। ইনশাআল্লাহ, গাজার ভাইবোনেরা সেই ভূমিতেই চিরকাল বসবাস করবেন।’

ইসরায়েলের নীতির কঠোর সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় রক্ত ঝরিয়ে, শিশু হত্যা করে, আর মানুষকে খাদ্য ও ওষুধের সংকটে রেখে কেউ কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। এই বাস্তবতা মেনে নেওয়া উচিত।’

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ