spot_img

গুলি করে ভারতীয় ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

অবশ্যই পরুন

আজাদ কাশ্মীরের লাইন অব কন্ট্রোল (এলওসি)–এর কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। খবর ডনের।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

পাকিস্তানি সেনাদের দাবি, ড্রোনটি সীমান্তের ওপার থেকে নজরদারি চালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই তারা তা গুলি করে নামায়।

এর আগে, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হন, যাদের অধিকাংশই পর্যটক। একটি সংগঠন ওই হামলার দায় স্বীকার করলেও ভারত পাকিস্তানের ওপর দোষারোপ করে। পাকিস্তান সরকার তা জোরালোভাবে অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নজরদারি ও প্রতিরক্ষা জোরদার করছে উভয় দেশ। এলওসি–তে ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাটি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।

সর্বশেষ সংবাদ

আমদানি-রফতানি সহজীকরণ ও দ্রুত পন্য খালাসে কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা

ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পন্য খালাসের লক্ষ্যে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ