spot_img

পদত্যাগের ঘোষণা ইসরায়েলি নিরাপত্তা সংস্থা প্রধান রোনেনের

অবশ্যই পরুন

অবশেষে দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইতের প্রধান রোনেন বার। মঙ্গলবার (২৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোনেন বার বলেন, ৩৫ বছর ধরে কাজ করছি এ সংস্থায়। চলতি বছরের ১৫ জুন আমার দায়িত্বের ইতি টানতে চাই। নিয়মতান্ত্রিক উপায়ে যোগ্য উত্তরসূরি বাছাই করার জন্য এ সময়টুকু নেয়া হয়েছে।

এর আগে, গত মাসে তাকে নিরাপত্তা প্রধানের দায়িত্ব থেকে অপসারণের চেষ্টা করেন খোদ বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত তখন দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত করে।

সেসময় সমালোচকরা বলেন, এর মাধ্যমে সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলছে এবং সেইসাথে ইসরায়েলি গণতন্ত্রের ভিত্তিকেও বিপন্ন করে তুলছে।

মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় সহযোগিতা না করায় রোনেন বারের উপর ক্ষোভ ছিল নেতানিয়াহুর। এছাড়া বিক্ষোভকারীদের উপর নজরদারি না করতে চাওয়াও অসন্তুষ্ট করে তাকে। ফলে সংস্থাটি ও তার প্রধানের উপর আস্থা হারিয়ে ফেলেন নেতানিয়াহু। সিদ্ধান্ত নেন বারকে বরখাস্তের। তবে প্রাথমিকভাবে সে পদক্ষেপ আটকে দেন দেশটির সর্বোচ্চ আদালত।

তবে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে এবার রোনেন বার নিজেই দিলেন দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা।

সর্বশেষ সংবাদ

সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠক, সামরিক হামলার ‘সবুজ সংকেত’ দিলেন মোদি

জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে দেশটির তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান,...

এই বিভাগের অন্যান্য সংবাদ