spot_img

আইপিএলে ১৪ বছর বয়সে ৩৫ বলে বৈভবের সেঞ্চুরি

অবশ্যই পরুন

মাত্র ১৪ বছর বয়সে ইতিহাস গড়ে আইপিএলে অভিষেক হয়েছিল ভারতের বৈভব সুরিয়াবংশীর। রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেকেই নিজের ঝলক দেখিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের। বিশাল এক ছক্কা হাঁকিয়ে সেই ম্যাচে রাঙিয়েছিলেন নিজেকে। তবে এবার নিজেকে তুলে ধরলেন আরও ভিন্নভাবে—একই ম্যাচে গড়েছেন একাধিক রেকর্ড।

গুজরাট টাইটানসের বিপক্ষে ১৭ বলে অর্ধশত রান করে আইপিএলে কনিষ্ঠতম হিসেবে কীর্তি গড়লেন। এরপর রশিদ খানকে ছক্কা মেরে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন বৈভব। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি। আইপিএলে বৈভবের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু ক্রিস গেইলের, যিনি ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বৈভব। তার সেঞ্চুরির ম্যাচে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে জয়ী হয়।

এবারের আইপিএলে ৩০ লাখ টাকা ভিত্তিমূল্যে মেগা নিলামে ওঠেন বিহারের বৈভব। রাজস্থান রয়্যালসের কাছে ১ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি হন তিনি। পরে ৮ ম্যাচ পর লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সুযোগ পান বৈভব। সেই ম্যাচে ২০ বলে ৩৪ রান করেছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

আমার দেশ ‘শখের বশে শিশু হত্যা করে’, ইসরায়েলি নেতার বক্তব্যে তোলপাড়

ইসরায়েলের একজন শীর্ষস্থানীয় বিরোধী নেতা মঙ্গলবার বলেছেন, তার দেশ এখন এমন এক পররাষ্ট্রবিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হচ্ছে, যারা ‘শখের বশে...

এই বিভাগের অন্যান্য সংবাদ