spot_img

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

অবশ্যই পরুন

প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বোলার আল ফাহাদের বিধ্বংসী স্পেল ও ব্যাটসম্যান জাওয়াদ আবরারের অপরাজিত সেঞ্চুরির সুবাদে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা। ৯৩ বল বাকি থাকতেই ৯ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল সফরকারীরা।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার (২৮ এপ্রিল) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। বল হাতে একাই লঙ্কানদের মেরুদণ্ড ভেঙে দেন আল ফাহাদ,শিকার করেন ৬টি উইকেট। এছাড়াও পেসার ইকবাল হোসেন ইমন নেন ২টি উইকেট। আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পেলেও আল ফাহাদের তোপে দলীয় পঞ্চাশ রানের আগেই ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। মিডল অর্ডারে চামিকা হেনাতিগালার ৫১ ও দিনুরার ৪৭ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় লঙ্কানরা।

২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য দেখেশুনেই করেছিল বাংলাদেশ। দলীয় ৩৫ রানের মাথায় ১৪ বলে ৫ রান করে আউট হন ওপেনার কালাম সিদ্দিকী। এরপর ক্রিজে আসেন অধিনায়ক আজিজুল হাকিম। দ্বিতীয় উইকেটে ওপেনার জাওয়াদ আবরারকে সঙ্গে নিয়ে ম্যাচের বাকি গল্পটা লিখে দেন। এই দুজন গড়েন ১৮৩ রানের বিশাল অবিচ্ছিন্ন জুটি।

আবরার ছিলেন রীতিমতো বিধ্বংসী মেজাজে। ১০৬ বলে ১৪ চার ও ৬ ছক্কায় খেলেন ১৩০ রানের অপরাজিত এক অসাধারণ ইনিংস। অন্যদিকে অধিনায়ক আজিজুল হাকিম তাকে যোগ্য সঙ্গ দেন। ৮৯ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিনি। তাদের দৃঢ়তায় ৩৪.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এই দাপুটে জয়ে সিরিজের ফয়সালা গড়াল শেষ ম্যাচে। বুধবার (৩০ এপ্রিল) সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন নরওয়ের প্রতিমন্ত্রী

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন নরওয়ের প্রতিমন্ত্রী। মঙ্গলবার (২০ মে) নরওয়ে সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী স্তিনে রেনাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ