রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ৮ থেকে ১০ মে পর্যন্ত তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। ক্রেমলিন আশা প্রকাশ করেছে, ইউক্রেনও এই যুদ্ধবিরতিতে সম্মতি দেবে। তবে ইউক্রেন যদি এই চুক্তি ভঙ্গ করে, তাহলে রুশ সেনাবাহিনী ‘উপযুক্ত ও কার্যকর প্রতিক্রিয়া’ জানাবে বলে সতর্ক করেছে তারা।
এই যুদ্ধবিরতি রাশিয়ার ‘ভিক্টরি ডে’ অর্থাৎ ৯ মে অনুষ্ঠিত বিজয় দিবসের সময় দেওয়া হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে পালন করা হয়।
মস্কো এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পুনরায় অর্জনের চেষ্টা করছে। ট্রাম্প এর আগে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের বেসামরিক এলাকায় বোমাবর্ষণ চালিয়ে যাওয়ায় তিনি খুবই হতাশ হয়েছেন। ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তিচুক্তির বিনিময়ে ক্রিমিয়া ছেড়ে দিতে প্রস্তুত।
অন্যদিকে, আরেক বিস্ময়কর ঘোষণায় উত্তর কোরিয়া জানিয়েছে, তাদের সেনারা প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধের পক্ষে রাশিয়াকে সহায়তা করছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, এই মোতায়েনের লক্ষ্য হলো ‘ইউক্রেনীয় নাৎসি দখলদারদের নিশ্চিহ্ন করে কুর্স্ক অঞ্চলকে মুক্ত করা।’