জম্মু কাশ্মিরে সন্ত্রাসীদের গুলিতে পর্যটক নিহতের ঘটনায় যেন থামছেই না পাক-ভারত উত্তেজনা। পাল্টা পাল্টি পদক্ষেপে যখন টাল-মাটাল দুই দেশের রাজনৈতিক অঙ্গন, তখনই আরেক পদক্ষেপ নিলো ভারত। পাকিস্তানের পরিচালিত ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে দিল্লি। এখানেই থেমে থাকেনি, এছাড়া সংবাদ মাধ্যমকেও দিয়েছে সতর্ক বার্তা।
এক নির্দেশনায় এসব পদক্ষেপ নেয় ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নিষিদ্ধ চ্যানেলের তালিকায় রয়েছে, পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন, জিও নিউজ, এআরওয়াই নিউজ, বোল নিউজ, সামা টিভিসহ বেশ কয়েকটি সাংবাদিকের ইউটিউব চ্যানেল।
ভারত সরকার অভিযোগ করেছে, এসব চ্যানেল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে উত্তেজনা বাড়াচ্ছিল। পেহেলগাম হামলায় ২৫ পর্যটক ও এক কাশ্মীরি নিহত হওয়ার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া বিবিসির শিরোনাম নিয়ে আপত্তি তুলেছে ভারত। ভারতের দাবি, বিবিসি বিভ্রান্তি তৈরি করছে ফলে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।