spot_img

ভারত-পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন

অবশ্যই পরুন

ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন। রোববার (২৩ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দারের সঙ্গে এক ফোনালাপে এ কথা বলেন। চীনের রাষ্ট্রীয় মিডিয়া গ্লোবাল টাইমসের একটি রিপোর্টে এ কথা জানানো হয়।

ওয়াং মি. দারকে বলেন, চীন জম্মু ও কাশ্মীরের পাহলগামের সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্তের প্রতি সমর্থন জানায় তারা।

তিনি আরও বলেন, চীন আশা করে যে উভয় পক্ষই সহনশীলতা প্রদর্শন করবে, একে অপরের দিকে এগিয়ে আসবে এবং উত্তেজনা প্রশমিত করতে কাজ করবে। ফোনালাপে অংশ নেওয়া ওয়াং, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্যও।

পাকিস্তানি নেতা ওয়াংকে দুই প্রতিবেশীর মধ্যে সন্ত্রাসী হামলার পরবর্তী উত্তেজনা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

ভারত ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে, যেমন ইন্দুস জলচুক্তি স্থগিত করা এবং সকল পাকিস্তানি ভিসা নিষিদ্ধ করা।

গ্লোবাল টাইমসের মতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সকল দেশের যৌথ দায়িত্ব এবং চীন স্থিরভাবে পাকিস্তানের দৃঢ় সন্ত্রাসবিরোধী পদক্ষেপসমূহকে সমর্থন জানায় বলে ওয়াং মন্তব্য করেন।

অধিকারী সূত্রে জানা গেছে, গত তিন দিনে অন্তত ৫৩৭ জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়ে অ্যাটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে চলে গেছেন, যেহেতু সংক্ষিপ্ত মেয়াদী ভিসাধারীদের জন্য সময়সীমা আজ শেষ হয়ে গেছে।

জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) পাহলগাম সন্ত্রাসী হামলার তদন্ত শুরু করেছে। এনআইএ কর্মকর্তারা হামলার স্থান, একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, সেখানে উপস্থিত আছেন এবং প্রমাণের নষ্ট হওয়া এড়াতে স্থানটি সীল করে রাখা হয়েছে।

টিমগুলো এপ্রিল ২২ তারিখের সন্ত্রাসী হামলার প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছে।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

কাশ্মীরে হামলার জেরে নতুন সিদ্ধান্ত সালমানের

কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। গত ২২ এপ্রিল হামলায় ২৬ জন নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ