দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়েই দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন এনামুল হক বিজয়। অভিষেক হয়েছে পেসার তানজিম সাকিবের।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাঈম হাসান ও তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ এরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস ওয়েলস, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, তাফাদজওয়া সিগা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগারভা, ভিনসেন্ট মাসেকেসা ও ব্লেসিং মুজারাবানি।
উল্লেখ্য, প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে রোডেশিয়ানরা।