spot_img

আরও বড় শাস্তি পেলেন তাওহীদ হৃদয়

অবশ্যই পরুন

ফের শাস্তির মুখে তাওহীদ হৃদয়। এবারের শাস্তি হলো আরও কঠিন, নতুন করে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর মেজাজ হারান মোহামেডান অধিনায়ক। পরে তাকে শুনানিতে ডাকা হলেও আসেননি। ম্যাচ রেফারি আখতার আহমেদ তাই লেভেল-১ অপরাধের জন্য হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করেন, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার।

হৃদয়ের নামের পাশে আগে থেকেই ৭ ডিমেরিট পয়েন্ট ছিল। এবার ১ যোগ হওয়ায় সেটি হয়েছে ৮। নিয়ম অনুযায়ী, ৮ ডিমেরিট পয়েন্ট মানে চার ম্যাচের নিষেধাজ্ঞা। সেই শাস্তিই পাচ্ছেন হৃদয়। এ সংক্রান্ত চিঠিটি এসেছে নিউজ টোয়েন্টিফোরের কাছে।

এর আগে, গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন হৃদয়। পরে সংবাদমাধ্যমে এসে আম্পায়ারদের বিরুদ্ধে ‘মুখ খোলার হুমকি’ দেওয়ায় সেই নিষেধাজ্ঞা বাড়িয়ে করা হয় দুই ম্যাচ। সঙ্গে দেওয়া হয় ৭ ডিমেরিট পয়েন্ট। তবে সেই নিষেধাজ্ঞা নিয়ে কম নাটক হয়নি। দুই দফায় তা কমানো ও বাড়ানো নিয়ে বেশ জল ঘোলা হয়েছে।

শেষ পর্যন্ত বিসিবি থেকে জানানো হয়েছিল, হৃদয়ের দুই ম্যাচের নিষেধাজ্ঞার পুরোনো শাস্তিই বহাল থাকবে, তবে এটির কার্যকারিতা পিছিয়ে যাবে এক বছর।

সর্বশেষ সংবাদ

একাধিক প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, খারাপ লাগে শ্রুতির!

বেশ কয়েকবার সম্পর্কে জড়িয়েছেন, আবার ব্রেক আপও করেছেন। যে কারণে তাকে নিয়ে অনেকে সমালোচনার সুরে বলেন, ‘এটা কত নম্বর...

এই বিভাগের অন্যান্য সংবাদ