লোডশেডিং শুধু গ্রামে নয় শহরেও হবে, কারণ এখন ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সাড়ে ১৬ হাজার উৎপাদন হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান।
রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, চাহিদা বেড়ে গেলে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়িয়ে সেটাকে মেটানো হবে। তবে লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে থাকে সে চেষ্টা করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, আরও দুই কার্গো এলএনজি আনার চেষ্টা করা হচ্ছে। এটা আনতে পারলে গ্যাস সংকট কমবে।