spot_img

কানাডায় ফিলিপিনো উৎসবে জনতার ওপর গাড়ি

অবশ্যই পরুন

কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু ফিলিপিনো উৎসবে জনতার ওপর গাড়ি তুলে দেয়ার জেরে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার দিকে ভ্যাঙ্কুভারে ফিলিপিনো উৎসবে অংশ নেয়া জনসমাগমে একটি এসইউভি গাড়ি ঢুকে পড়ে একাধিক ব্যক্তি নিহত ও বহু আহত হয়েছেন বলে দাবি করেছে নিউ ইয়র্ক পোস্ট।

ভ্যাঙ্কুভার পুলিশ ডিপার্টমেন্ট (ভিপিডি) এক বিবৃতিতে জানায়, ‘সন্ধ্যা ৮টার পরপরই ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের রাস্তায় চলমান উৎসব অনুষ্ঠানে গাড়িটি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

পুলিশ জানিয়েছে, গাড়ির চালককে আটক করা হয়েছে। তবে কী কারণে চালক ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে ঢুকেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকানের ব্যবসা নিয়ে দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: পুলিশ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। চাঁদাবাজি...

এই বিভাগের অন্যান্য সংবাদ