spot_img

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

অবশ্যই পরুন

মাগুরার ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকাল ১০ টা ২৫ মিনিটে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আজ রোববার ৩ জনের সাক্ষ্য নেয়া হচ্ছে। তারা হলেন, শিশুটির মা, আসামি হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন ও শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া ভ্যানচালক রুবেল।

এর আগে, গত ১৩ এপ্রিল মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। এরপর ২৩ এপ্রিল মামলার চার্জ গঠন করা হয়। চার্জ শুনানি শেষে ৪ আসামির বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদালত।

গত ৬ মার্চ মাগুরা সদরে বোনের বাড়িতে বেড়াতে ধর্ষণের শিকার হয় শিশুটি। এরপর ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পরে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরইমধ্যে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি হিটু শেখ।

সর্বশেষ সংবাদ

একাধিক প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, খারাপ লাগে শ্রুতির!

বেশ কয়েকবার সম্পর্কে জড়িয়েছেন, আবার ব্রেক আপও করেছেন। যে কারণে তাকে নিয়ে অনেকে সমালোচনার সুরে বলেন, ‘এটা কত নম্বর...

এই বিভাগের অন্যান্য সংবাদ