spot_img

গুজরাটে নারী-শিশুসহ ১,০২৪ বাংলাদেশি আটক

অবশ্যই পরুন

ভারতের গুজরাট রাজ্যে বৃহৎ অভিযানে নারী ও শিশুসহ এক হাজার ২৪ বাংলাদেশিকে আটক করেছে রাজ্য পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে আহমেদাবাদ ও সুরাট শহরে চালানো অভিযানে এই বাংলাদেশিদের আটক করা হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

শনিবার (২৬ এপ্রিল) আহমেদাবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজ্য পুলিশের প্রধান বিকাশ সহায় বলেন, “অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান জরুরি ছিল।”

গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানান, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নির্দেশে পরিচালিত এ অভিযানে আহমেদাবাদ থেকে আটক করা হয় ৮৯০ জন বাংলাদেশিকে এবং সুরাট থেকে ১৩৪ জন। তিনি একে গুজরাট পুলিশের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান বলে উল্লেখ করেন।

পুলিশ প্রধান বিকাশ সহায় আরও দাবি করেন, আটককৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে মাদক চোরাচালান ও মানবপাচারের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আটক চার বাংলাদেশির মধ্যে দুজনকে আল-কায়দার স্লিপার সেলের সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে।

তিনি জানান, আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি, পশ্চিমবঙ্গের কিছু অপরাধ চক্রের সঙ্গে জাল নথি তৈরির সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে।

মন্ত্রী হর্ষ সাংভি বলেন, আটককৃতরা কীভাবে জাল নথি সংগ্রহ করেছে, তা প্রমাণসহ পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হবে। অবৈধ অভিবাসীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দুই দিনের মধ্যে থানায় আত্মসমর্পণ করুন, নইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “অনুপ্রবেশকারীদের যারা আশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ

নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার সন্ধান মহাকাশ স্টেশনে

এবার একদল বিজ্ঞানী চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন। শেনজ্যু স্পেস বায়োটেকনোলজি গ্রুপ ও বেইজিং ইনস্টিটিউট অব স্পেসক্র্যাফট...

এই বিভাগের অন্যান্য সংবাদ