ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সকল সংবাদমাধ্যমকে সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি আজ শনিবার (২৬ এপ্রিল) এ সংশ্লিষ্ট একটি পরামর্শ জারি করা হয়েছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, এই পরামর্শটি সংবাদ সংস্থা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্যও প্রযোজ্য। একই সঙ্গে ‘জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার প্রয়োজনীয়তার’ ওপর জোর দেওয়া হয়েছে।
এনডিটিভি উল্লেখ করেছে, সরকার বিশেষভাবে ভিডিও বা দৃশ্যের রিয়েল-টাইম প্রচার, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে সরাসরি প্রতিবেদন এবং চলমান সামরিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য প্রচার নিষিদ্ধ করেছে।
বিবৃতিতে মন্ত্রণালয় সতর্ক করেছে, সংবেদনশীল অপারেশনাল বিবরণের তাৎক্ষণিক প্রকাশ অসাবধানতাবশত শত্রুপক্ষকে সহায়তা করতে পারে, যা মিশনের কার্যকারিতা এবং যুক্ত কর্মীদের নিরাপত্তা উভয়কেই বিপন্ন করে।
ভারতের বিবৃতিতে কার্গিল সংঘাত, ২৬/১১ মুম্বাই হামলা এবং কান্দাহারের মতো অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলা হয়েছে, অতীতে সংকটের সময়ে সংবাদমাধ্যমের অবাধ প্রচার জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর অপ্রত্যাশিত পরিণতি ডেকে এনেছিলো।
সাংবাদিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে বলা হয়, এই বিধান লঙ্ঘনের ফলে প্রযোজ্য আইনের অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে সকল টিভি চ্যানেলকে সন্ত্রাসবিরোধী অভিযান বা নিরাপত্তা বাহিনীর চলাচলের সরাসরি সম্প্রচার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে ভারতের মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে, সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা-সম্পর্কিত কার্যক্রম সম্পর্কিত বিষয়গুলোর প্রতিবেদন করার সময় সর্বোচ্চ দায়িত্বশীলতা অনুশীলন এবং বিদ্যমান আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।