spot_img

বিএসএফের সাহসিকতা দেখালেন ইমরান হাশমি

অবশ্যই পরুন

ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের কাছে অন্যতম একটি প্রিয় বিষয় হচ্ছে দেশপ্রেম। মনোজ কুমার থেকে শুরু করে অক্ষয় কুমার কিংবা শাহরুখ খান— পর্দায় দেশপ্রেমের আবেগে দর্শকদের মজিয়ে জনপ্রিয় হয়েছেন অনেকেই। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।

ফারহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানি প্রযোজিত ছবি ‘গ্রাউন্ড জিরো’ আজ শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এক বিএসএফের জীবন অবলম্বনে নির্মিত হয় এ ছবি। বিএসএফ অফিসার নরেন্দ্র নাথ দুবের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।

এ ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়েই ইমরান বলেন, এ ধরনের ছবিতে কাজ করার আগে আমি বুঝে নেওয়ার চেষ্টা করি, উগ্র জাতীয়তাবাদ ছবিটিকে গ্রাস করবে না তো।

অভিনেতার ভাষায়, ‘গ্রাউন্ড জিরো’ একেবারেই বাস্তব কাহিনী নির্ভর একটি ছবি যা সীমান্তরক্ষী বাহিনী নরেন্দ্রনাথ ধর দুবের জীবন অবলম্বনে। ২০০১ সালে যা ঘটেছিল, সেই সত্যই আমরা তুলে ধরতে চেয়েছি নাটকীয় বিনোদনের মোড়কে। নাটক এমনই যে সামান্য অতিরঞ্জন ঘটলেই ভারসাম্য নষ্ট হয়ে যায়।

ইমরান আরও বলেন, যখন সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়ে ছবি তৈরি করা হয়, তখন সতর্ক তো থাকতেই হয়। সমস্ত কিছু যেন অনুপুঙ্খ হয়, সেদিকে নজর রাখা দরকার। কারণ ওই সীমান্তরক্ষী বাহিনীর পরিবারের সদস্যরাও ছবিটি দেখবেন। ফলে এই সংবেদনশীল বিষয়টিতে যথেষ্ট জ্ঞান রাখা প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেটারদের আপত্তিতে তাওহীদ হৃদয়ের শাস্তি এক বছর পেছালো বিসিবি

তামিম, রিয়াদসহ অন্যান্য ক্রিকেটারদের আপত্তিতে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ১ বছর পিছিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে তৃতীয়বারের মতো...

এই বিভাগের অন্যান্য সংবাদ