spot_img

রোম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রোমে পৌঁছেছেন। পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সেখানে গেছেন।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছান তিনি। রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহা থেকে সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) রোমের উদ্দেশে যাত্রা করেন।

ইতালিতে পৌঁছানোর এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।

আগামীকাল শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেটারদের আপত্তিতে তাওহীদ হৃদয়ের শাস্তি এক বছর পেছালো বিসিবি

তামিম, রিয়াদসহ অন্যান্য ক্রিকেটারদের আপত্তিতে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ১ বছর পিছিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে তৃতীয়বারের মতো...

এই বিভাগের অন্যান্য সংবাদ