spot_img

হৃদয়ের নিষেধাজ্ঞা, সংবাদ সম্মেলন ডেকেছেন ক্রিকেটাররা

অবশ্যই পরুন

তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে আজ শুক্রবার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলন করবেন ক্রিকেটাররা। যেখানে উপস্থিত থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অন্যান্য ক্রিকেটাররা।

চলতি ডিপিএলে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে ২ ম্যাচের নিষেধাজ্ঞা পান মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্তু এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়েই মাঠে ফেরেন হৃদয়। বাইলজ পাল্টে তাকে এই অন্যায় সুযোগ দেয়ার অভিযোগ সিসিডিএম কমিটির বিরুদ্ধে।

প্রতিবাদে টেকনিক্যাল কমিটির প্রধানের পদ ছাড়েন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনি। গুঞ্জন ওঠে, বিসিবির চাকরি ছেড়ে দিতে চান আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। পরে তার সঙ্গে আলোচনায় বসেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

তীব্র সমালোচনার মুখে ক্রিকেটার হৃদয়ের শাস্তি পুনরায় বহাল করেন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কনভেইনর নাজমুল আবেদিন ফাহিম। আগামী শনিবার (২৬ এপ্রিল) গাজী গ্রুপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিষিদ্ধ থাকবেন মোহামেডান অধিনায়ক হৃদয়।

সর্বশেষ সংবাদ

ভারত-পাকিস্তানকে ‘ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ