বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান অবশেষে তার স্বপ্নের প্রোজেক্ট ‘মহাভারত’ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। বহুদিন ধরেই পৌরাণিক এ মহাকাব্য নিয়ে সিনেমা বানানোর কথা ভাবছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, চলতি বছরেই প্রোজেক্টটির কাজ শুরু করতে চান তিনি।
আমির বলেন, ‘‘আমি সবসময় এমন গল্প বলতে চেয়েছি যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। মহাভারত আমার স্বপ্নের কাজ। আশা করছি, এ বছর আমরা কাজ শুরু করতে পারব। তবে এটি দীর্ঘমেয়াদি প্রোজেক্ট হবে, স্ক্রিপ্টেই কয়েক বছর সময় লাগবে।’’
তিনি জানান, মহাভারত এক ছবিতে বলা সম্ভব নয়, তাই এটি একাধিক পর্বে নির্মিত হবে এবং প্রয়োজন পড়লে একাধিক পরিচালকও যুক্ত হবেন। ‘লর্ড অফ দ্য রিংস’-এর মতো মডেলে একসাথে একাধিক অংশের শুটিং করার ভাবনা রয়েছে।
বর্তমানে তিনি ‘সিতারে জমিন পর’ ছবির শুটিংয়ে ব্যস্ত। মহাভারতে কোন চরিত্রে তিনি অভিনয় করবেন—এই প্রশ্নে আমির বলেন, আপাতত তিনি প্রযোজক হিসেবেই থাকবেন। চরিত্র নির্বাচনে সেরা অভিনেতাদের নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।