spot_img

জল ঘোলা করতেই ‘বিএনপি সংস্কার চায় না’ এমন অভিযোগ: আমীর খসরু

অবশ্যই পরুন

উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ‘বিএনপি সংস্কার চায় না’ বলে কোনো একটি মহল জল ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর গুলশানে এনডিএমের সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এসময় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, যেসব সংস্কারে সমঝোতা হয়েছে তা জাতিকে জানানো উচিত। এবং এই প্রক্রিয়া শেষ করে দ্রুত জুলাই চার্টার তৈরি করে সেটিতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করারও তাগিদ দেন তিনি।এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলে ডিসেম্বরের আগেই ভোট হতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

এদিন বিকেল চারটায় এনডিএম এর সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শুরু হয়। এরপর গণফোরামের সাথেও বৈঠক হয়।

সর্বশেষ সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ