রাজউককে নতুন করে আর কোনো হাউজিং প্রকল্প হাতে নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজউক ভবনে রাজউক কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, রাজউক এখন থেকে সুপারভিশন করবে। রাজনৈতিক চাপ থেকে রাজউককে মুক্ত করা হবে বলেও জানান তিনি।
রাজউকের বর্তমান বোর্ড গঠনের প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার বলেও উল্লেখ করেন রিজওয়ানা হাসান। কেবল আমলা দিয়ে বোর্ড গঠন না করে বিশেষজ্ঞদেরও বোর্ডে রাখা উচিত বলে জানান তিনি।
অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন গণপূর্তি উপদেষ্টা আদিলুর রহমান ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।