spot_img

১৩ মে সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্প

অবশ্যই পরুন

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার ক্যারোলিন লেভিট বলেন, আগামী ১৩ থেকে ১৬ মে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ছাড়া আগামী শুক্রবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রোমে যাবেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম বিদেশ সফর।

এ দিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যমআল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরসূচিতে ইসরায়েলের নাম না থাকায় আন্তর্জাতিক বিশ্লেষকেরা বিস্মিত হয়েছেন।

ফিলিস্তিনের গাজায় গত দেড় বছর ধরে নৃশংস বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর এই বর্বরতায় শুরু থেকেই নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিছু দিন আগে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর কিংবা আফ্রিকার কোনো জায়গায় পুনর্বাসিত করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তাঁর এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন আরব বিশ্বের নেতারা।

এমন পরিস্থিতিতে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ সফরের তালিকায় ইসরায়েল না থাকাটা একই কারণে বিস্ময়কর।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সফরে ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য আরব লিগ-সমর্থিত পুনর্গঠন পরিকল্পনা, মার্কিন শুল্কনীতি, বাণিজ্যযুদ্ধ, বিনিয়োগ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

সর্বশেষ সংবাদ

ভূমি অফিস সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত: উপদেষ্টা আলী ইমাম

বিগত সময়ে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে ভূমি অফিস চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ