spot_img

এই সপ্তাহেই রাশিয়া-ইউক্রেন চুক্তির ‘ভালো সম্ভাবনা’ দেখছেন ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তির “খুব ভালো সম্ভাবনা” রয়েছে। অবশ্য কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে তিন বছরেরও বেশি সময ধরে পূর্ব ইউরোপের এই দেশটিতে যুদ্ধ চলছে। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন— চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে এই সপ্তাহেই একটি চুক্তি হতে পারে এবং তার মতে, এর “খুব ভালো সম্ভাবনা” রয়েছে।

সোমবার হোয়াইট হাউসে ইস্টার এগ রোল উপলক্ষ্যে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি, এই সপ্তাহে মস্কো ও কিয়েভ একটি সমঝোতায় পৌঁছাতে পারে।”

তিনি আরও জানান, “ইউক্রেন ও রাশিয়া নিয়ে আমাদের দারুণ কিছু বৈঠক হয়েছে।”

এ সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রসঙ্গও তোলেন ট্রাম্প। তিনি বলেন, “ইরান বিষয়েও আমাদের ভালো বৈঠক হয়েছে।”

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনা নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা সবার সঙ্গেই শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাবো।”

একইসঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন সম্পর্কেও প্রশ্ন করা হয়, যেখানে দাবি করা হয়—যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইয়েমেনে পরিকল্পিত বিমান হামলার গোপন তথ্য ব্যক্তিগত সিগনাল চ্যাটে শেয়ার করেছেন।

এ নিয়ে ট্রাম্প জোরালোভাবে হেগসেথের পক্ষে অবস্থান নিয়ে বলেন, “তিনি দারুণ কাজ করছেন। হুথিদের জিজ্ঞাসা করুন—তিনি কেমন করছেন।”

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০২১ সালের শেষদিক থেকে উত্তেজনা শুরু হয় এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধ তিন বছরেরও বেশি সময় ধরে চলছে, আর এতে হাজার হাজার মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা, দেশবাসীকে অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। সোমবার (০৪ আগস্ট) বিকেলে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ