বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রশাসন নিয়ন্ত্রণে বিএনপির বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন, তিনি উপদেষ্টা থাকাকালে কি সব জায়গায় বিএনপির লোক বসিয়েছেন? কোথাও বিএনপির লোক বসানো হয়নি। বরং ১৫ বছরে যাদের বঞ্চিত করা হয়েছে, তারা ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন, কাউকে কোথাও বসানো হয়নি।
সোমবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির সঙ্গে লেবার পার্টির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে গত বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়।
নজরুল ইসলাম খান জানিয়েছেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দলটির প্রতিনিধি দলের সাক্ষাতের বিষয়ে যুগপৎ আন্দোলনের শরীকদের অবহিত করা হচ্ছে।
আগামী মে মাসের মধ্যে ঐকমত্য কমিশনের কাজ শেষ হবে, জুনের মধ্যে নির্বাচন কমিশনও প্রস্তুত হয়ে যাবে এমন তথ্য জানিয়ে বিএনপির এ নেতা প্রশ্ন তুলেন, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে বাধা কোথায়।
৩১ দফার চাইতে আরও বেশি জনকল্যাণমুখী সুপারিশ এলে বিএনপি তা গ্রহণ করবে বলে জানান নজরুল ইসলাম খান।