আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের সব শর্ত পূরণ করতে না পারায় কিস্তি ছাড়ের বিষয়ে পুরোপুরি নিশ্চিত নয় বাংলাদেশ ব্যাংক— এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। রোববার (২০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, আইএমএফের ঋণপ্রাপ্তির বিষয়ে শতভাগ কিছু বলা যাচ্ছে না। কারণ যতগুলো শর্ত পূরণ করার কথা ছিল। প্রতিটি শর্তের অগ্রগতি আছে, কিন্তু কোনো কোনো শর্ত আমরা লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করতে পারি নি। এগুলোর সবই যে বাংলাদেশ ব্যাংকের ইস্যু তা নয়, কিছু কিছু রাষ্ট্রীয় ইস্যুও আছে।’
এর আগে, ৪৭০ কোটি ডলার ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড়ের আগে গত ৫ এগ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফল করে আইএমএফ মিশন। এসময়ে বাংলাদেশ ব্যাংক, অর্থমন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার সাথে বৈঠক করে প্রতিনিধি দল। তবে কোন ধরনের সমঝোতা চুক্তি সই হয়নি এবারের সফরে। তাই ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রিজার্ভ নিয়ে আইএমএফ সন্তুষ্ঠ। তবে ডলার বিনিময় হার বাজার উপরে ছেড়ে দেয়ার পক্ষে সংস্থাটি। যদিও এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আরো কিছুটা সময় নিতে চায় সেখানে আছে আইএমএফ’র।