spot_img

শুল্কবাধায় চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত বোয়িংয়ের উড়োজাহাজ

অবশ্যই পরুন

চীনের আকাশসেবা সংস্থা জিয়ামিনএয়ারের জন্য তৈরি একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ শেষমেশ যুক্তরাষ্ট্রেই ফিরে এসেছে। শনিবার সন্ধ্যায় উড়োজাহাজটি সিয়াটলে বোয়িংয়ের নিজস্ব অবতরণক্ষেত্রে নেমেছে বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে শুরু হওয়া চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ এবং পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে উড়োজাহাজটি কেন ফেরত এলো, সেই বিষয়ে বোয়িং বা জিয়ামিনএয়ারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পেরিয়ে উড়োজাহাজটি গুয়াম ও হাওয়াইয়ে জ্বালানি নেওয়ার পর যুক্তরাষ্ট্রে ফিরে আসে। এটি বোয়িংয়ের ঝৌশান কারখানায় চীনের জন্য প্রস্তুত হতে থাকা বেশ কয়েকটি ৭৩৭ ম্যাক্স মডেলের একটিতে অন্তর্ভুক্ত ছিল।

সম্প্রতি চীনের ওপর ১৪৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা হিসেবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। এই অতিরিক্ত শুল্কের ফলে ৫ কোটি ৫০ লাখ ডলার মূল্যমানের একটি নতুন উড়োজাহাজ চীনা সংস্থার জন্য কেনা কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে মনে করছে উড়োজাহাজ পরিবহন বিশ্লেষক প্রতিষ্ঠান আইবিএ।

বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, এমন শুল্ক বিভ্রান্তি অনেক সময় উড়োজাহাজ সরবরাহ কার্যক্রম থমকে দিতে পারে। কিছু সংস্থার সিইও এরই মধ্যে জানিয়েছেন, তাঁরা বাড়তি খরচে যেতে না চেয়ে আপাতত নতুন উড়োজাহাজ গ্রহণ স্থগিত রাখবেন।

আকাশযান শিল্প, যা এতদিন শুল্কমুক্তই ছিল, সেখানে এই নতুন শুল্ক যুদ্ধ নতুন একটি বিপর্যয়ের আভাস দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ