spot_img

যুবরাজ সালমানের আমন্ত্রণে সৌদি যাচ্ছেন মোদি

অবশ্যই পরুন

দু’দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আগামী ২২-২৩ এপ্রিল সেখানে যাচ্ছেন তিনি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে তৃতীয়বার সৌদিতে যাচ্ছেন মোদি। এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালে সে দেশে গিয়েছিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশ দুইটির মধ্যে দীর্ঘ ইতিহাস রয়েছে সামাজিক-সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগের। কৌশলগত অংশীদার হিসেবে- দুই দেশ রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রেখেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদির এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে।

২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে রাষ্ট্রীয় সফরে আসেন সৌদি যুবরাজ। এরপরেই এবার সৌদি সফরে যাচ্ছেন মোদি।

এর আগে ২০১৯ সালে ভারত সফরে আসেন যুবরাজ সালমান। সেইসময় তিনি মোদির ব্যাপক প্রশংসা করেছেন। যুবরাজ সালমান মোদিকে বড়ভাই হিসেবে সম্বোধন করেন এবং নিজেকে মোদির ছোটভাই বলে উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

সব পরীক্ষায় ফেল করা নায়ক এখন হাজারো শিক্ষার্থীর ভরসা

তুমুল জনপ্রিয় দক্ষীণি নায়ক ও প্রযোজক সুরিয়া। দুই ভূমিকায় সফল তিনি। এই তারকা এবার কথা বললেন, একাডেমিক ব্যর্থতা নিয়ে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ