spot_img

অভিষেক অল্পতেই রেগে গেলে, এক কথাতেই শান্ত করেন ঐশ্বরিয়া

অবশ্যই পরুন

বলিউডের বচ্চন পরিবারের অন্যতম অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের দাম্পত্য নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে নেটদুনিয়ায়। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও সম্পর্কের দূরত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছে নেটিজেনদের মাঝে।

তবে এক সাক্ষাৎকারে এই ধরনের জল্পনার জবাবে অভিষেক বলেছিলেন, ‘এখনও তো এই আংটিটা পরে রয়েছি। যদি কিছু ঘটত, নিশ্চয়ই আপনারা আগে জানতে পারতেন।’

বর্তমানে যেখানে একের পর এক সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে তাদের ‘অসম বিবাহ’ বলে অভিহিত করলেও অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির বন্ধন সে হিসেবে অটুট।

এদিকে ঐশ্বরিয়া এখন বড় পর্দায় খুব একটা নিয়মিত নন। অন্যদিকে, অভিষেক বেছে নিচ্ছেন পরিণত চরিত্র। সদ্য মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ঘুমর’। সেই ছবির প্রচারে যোগ দিয়ে ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন অভিষেক।

সেখানে এক প্রশ্নের উত্তরে নায়ক জানান, কীভাবে ঐশ্বরয়া তাকে মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করেন। বলা যায়, অভিষেক একটুতেই রেগে যান। যেমন জ্যামে আটকে কখনও রাগ নিয়ে বাড়ি ফেরেন তিনি। সেই সময় ঐশ্বরিয়া তাকে বলেন, ‘এত রাগ কিসের? ভাবার মতো আরও অনেক কিছু আছে তোমার জীবনে। পরিবার আছে, সবাই সুস্থ আছে—এর বেশি আর কী চাই?’

অভিষেকের মতে, ঐশ্বরিয়ার এই সরল ও গভীর কথা তাকে ভারসাম্য রাখতে শেখায়। তার কথায়, ‘ওর এই মানসিক ভরসা দেওয়ার ক্ষমতাটাই আমার শক্তি।’ তিনি আরও জানান, করোনার কঠিন সময়েও ঐশ্বরিয়া পুরো পরিবারকে আগলে রেখেছেন। সেই সময়ও স্ত্রীই ছিলেন তাদের একমাত্র মানসিক বল। এই সাক্ষাৎকার থেকেই স্পষ্ট, জনসমক্ষে যতই জল্পনা থাক না কেন, ব্যক্তিগত জীবনে এখনও শক্ত হাতে সংসারের হাল ধরেছেন অভিষেক ও ঐশ্বরিয়া।

সর্বশেষ সংবাদ

সংযুক্ত আরব আমিরাত ও ভারতের ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছ থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে ৩০০ কোটি ডলারের চুক্তি সই করেছে ভারত। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ