ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইতালিতে অবস্থিত ওমান দূতাবাস আয়োজিত দ্বিতীয় দফার আলোচনার জন্য শনিবার স্থানীয় সময় ভোরে রোমে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
রোমে তেহরান-ওয়াশিংটন আলোচনার ফাঁকে ইরানের আব্বাস আরাঘচি ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে আরাঘচি সকল পক্ষের এই সুযোগের সদ্ব্যবহার করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেন, যাতে তারা একটি যৌক্তিক এবং যুক্তিসঙ্গত বোঝাপড়ায় পৌঁছাতে পারে।
প্রসঙ্গত, এর আগে গত ১২ এপ্রিল ওমানে ইরান ও আমেরিকান প্রতিনিধি দলের মধ্যে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়।