spot_img

পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়লো বাংলাদেশের

অবশ্যই পরুন

উইন্ডিজের পর এবার পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়লো বাংলাদেশের। শনিবার (১৯ এপ্রিল) লাহোরে আগে ব্যাট করে পাকিস্তানকে ১৭৯ রানের লক্ষ্য দেয় লাল-সবুজের মেয়েরা। এর জবাবে ১০ ওভার ২ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচ হেরেও বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হবে কি বাংলাদেশের? এই প্রশ্নের উত্তর মিলবে চলমান উইন্ডিজ বনাম থাইল্যান্ড ম্যাচে।

টানা চার ম্যাচে অপরাজিত থাকা পাকিস্তানের সামনে ১৭৯ রানের লক্ষ্যমাত্রা খুব একটা বড় ছিল না। তবে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার শাওয়াল জুলফিকারকে এলবিডব্লিউ করে আশার আলো দেখান মারুফা। সেই আশার গুড়ে বালি দিয়ে ৮০ রানের জুটি গড়ে পাকিস্তান। সিদরা আমিনকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রাবেয়া। এরপর আবারও দীর্ঘ অপেক্ষা। মুনিবা আলীর ৬৯ রানের ইনিংস যখন শেষ হয় নাহিদার ঘূর্ণিতে, ততক্ষণে জয়ের খুব কাছেই পৌঁছে যায় পাকিস্তান, আর বিশ্বকাপের সঙ্গে দূরত্ব বাড়ে বাংলাদেশের।

অপরাজিত ফিফটিতে নাটালিয়াকে সঙ্গে নিয়ে বাকি পথটা ১০ ওভার ২ বল হাতে রেখেই পাড়ি দেন আলিয়া রিয়াজ। বাংলাদেশের জন্য রেখে যান প্রশ্ন—রানরেট ১.০৩৩ থেকে নেমে ০.৬৩৯ এ আসার পরও বিশ্বকাপের স্বপ্নযাত্রা পূর্ণ হবে কি?

লাহোরে টস জিতে ফাতিমা সানা ও সাদিয়া ইকবালের বোলিং দাপটে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। শূন্য হাতেই ফেরেন ওপেনার ফারজানা হক, আরেক ওপেনার দিলারা কাটা পড়েন ‘আনলাকি থার্টিন’-এ। ফাতিমা সানা দাঁড়াতে দেননি জ্যোতিকেও। ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ৪৪ রানের জুটিতে কিছুটা ধাক্কা সামাল দেন শারমিন ও রিতু। ২৪ রান করে শারমিন ক্যাচ দেন মুনিবার হাতে, আর ফিফটির থেকে ২ রানের দূরত্বে স্টাম্পিংয়ের শিকার হন রিতু।

নাহিদা আক্তারের ১৯ রানের পর যা করার একাই করেছেন ফাহিমা খাতুন। ফাহিমার অপরাজিত ৪৪ রানের ইনিংসের পর ১৭৮ রানে থেমে যায় লাল-সবুজের স্কোরবোর্ড। উইন্ডিজ ম্যাচের দিকে তাকিয়ে থমকে থাকে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নও।

সর্বশেষ সংবাদ

মেসির গোল সত্ত্বেও বিধ্বস্ত ইন্টার মায়ামি

মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির একমাত্র গোলটিও দলের পরাজয় ঠেকাতে পারেনি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ