spot_img

ফ্যাসিবাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন নয়: জামায়াত আমির

অবশ্যই পরুন

প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার— নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে এই দুটি শর্ত পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাটের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে দৃশ্যমান, গ্রহণযোগ্য ও মৌলিক সংস্কার প্রয়োজন। সংস্কার প্রক্রিয়ায় আমরা সরকারকে সহায়তা করতে চাই।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদীরা এখনও রয়েছে। একটি গোষ্ঠী চাঁদাবাজিতে ব্যস্ত। জনগণ চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চায়।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ আমলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিগত ৫৪ বছরের কোন সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। কে কোন ধর্মের সেটা বড় বিষয় নয় আমরা সবাই বাংলাদেশি। সবাইকে নিয়েই আমরা কোরআনের আলোকে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই।

ভারত প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। ভারতের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই। সম্পর্ক কেমন হবে তা ভারতকেই নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ সেনাবাহিনীকে ধ্বংসের মধ্য দিয়ে তাদের ধ্বংসলীলা শুরু করেছে আর জামায়াতকে নিষিদ্ধের ধ্বংসের মধ্য দিয়ে সেই খেলা শেষ করেছে। জনগণের বিপক্ষে কেউ ঠিকে থাকতে পারে নাই, পারবে না।

লালমনিরহাট জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ফিরোজ হায়দার লাভলুসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

চলতি বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের গিয়েছিল বাংলাদেশ দল। যেখানে টাইগারদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছিল ম্যান ইন গ্রিনরা। এবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ