spot_img

ম্যাচ জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগে ফেরার পথে হামজার শেফিল্ড

অবশ্যই পরুন

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে পুরো ৯০ মিনিট খেলে দাপট দেখিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। অবশ্য ফাউল করে দেখেছেন হলুদ কার্ডও। চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে প্রোমোশন পেতে আরও এক ধাপ এগিয়ে গেল হামজারা।

শুক্রবার (১৮ এপ্রিল) ঘরের মাঠ ব্রামল লেনে কার্ডিফ সিটির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে শেফিল্ড। দলের হয়ে গোল করেন গুস্তাভো হ্যামার ও ব্রেরেটন দিয়াজ।

ঘরের মাঠে আধিপত্য বিস্তার করেই খেলে হামজারা। বেশ কয়েকটি সুযোগ মিসের পর ম্যাচের ৩৩তম মিনিটে দলকে লিড এনে দেন গুস্তাভো হ্যামার। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পরও আধিপত্য বজায় রাখে শেফিল্ড। ৬৯ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন হামজা। ৮৭ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রেরেটন দিয়াজ। ২-০ গোলের জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে শেফিল্ড।

এই জয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল শেফিল্ড। সমান ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্নলি। চ্যাম্পিয়নশিপ থেকে মোট তিনটি দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। শীর্ষ দুই দল সরাসরি আর চার দলের প্লে-অফ থেকে সুযোগ পাবে অন্য দলটি।

সর্বশেষ সংবাদ

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ‍্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ