spot_img

টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

অবশ্যই পরুন

নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশ নারী দলের সামনে। শনিবার (১৯ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগ্রেসরা।

এ ম্যাচে জয় পেলে সরাসরি ভারত বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে। তবে হারলেও সুযোগ থাকবে, যদি তা হয় কম ব্যবধানে। নেট রান রেট বিবেচনায় বর্তমানে বাংলাদেশ এগিয়ে রয়েছে (+১.০৩৩)। ফলে হারলেও সমীকরণে এগিয়ে থাকবে জ্যোতিরা।

সারোয়ার ইমরানের নেতৃত্বে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে টাইগ্রেসরা। তবে সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটের হারে স্বপ্নযাত্রায় হোঁচট খেয়েছে দলটি। অন্যদিকে, সিদরা আমিনের দুর্দান্ত ইনিংসে থাইল্যান্ডকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

তবে বাংলাদেশ এখনো পিছিয়ে নেই। জয় পেলে সমীকরণে যেতে হবে না, সরাসরি পাবে বিশ্বকাপের টিকিট। অন্যদিকে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও আছে লড়াইয়ে, কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশের সম্ভাবনাই বেশি।

দুই দলের মধ্যকার আগের ১৫ খেলায় সমান ৭টি করে জয়, একটি ম্যাচ টাই। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে মিরপুরে ৭ উইকেটে জয় পায় টাইগ্রেসরা। ঐতিহাসিকভাবে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এবার বিশ্বকাপের মঞ্চ নিশ্চিত করতে বাঁচা-মরার লড়াইয়ে বুক চিতিয়ে লড়াই করতে প্রস্তুত টাইগ্রেসরা।

সর্বশেষ সংবাদ

সব পরীক্ষায় ফেল করা নায়ক এখন হাজারো শিক্ষার্থীর ভরসা

তুমুল জনপ্রিয় দক্ষীণি নায়ক ও প্রযোজক সুরিয়া। দুই ভূমিকায় সফল তিনি। এই তারকা এবার কথা বললেন, একাডেমিক ব্যর্থতা নিয়ে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ