spot_img

ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্টের কাছাকাছি একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় জুলফিকার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে জানান তিনি। যদিও সরাসরি বিমানবন্দর লক্ষ্যবস্তু ছিল না, তবে নিকটবর্তী সামরিক স্থাপনা ছিল হামলার মূল লক্ষ্য।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

এছাড়াও, হুথিদের দাবি— লোহিত সাগর ও আরব সাগরে টহলরত একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং একটি যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন লক্ষ্য করেও হামলা চালানো হয়, যেখানে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

এই হামলাগুলো এসেছে একদিন পর, যখন যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাস ইসার তেলের টার্মিনালে হামলা চালিয়ে ৭৪ জনকে হত্যা করে। হুথি মুখপাত্র সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, _“যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে, তাহলে পাল্টা প্রতিক্রিয়া আরও তীব্র হবে।”

সর্বশেষ সংবাদ

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে রয়েছেন মেসি, রোনালদো!

চলতি বছরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারে মতো ব্যালন ডি’অর জিতেছেন ওসামান দেম্বেলে। তার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ