spot_img

বেড়েছে পেঁয়াজের দাম

অবশ্যই পরুন

সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। দোকানিরা জানিয়েছেন, একদিকে আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, স্থানীয় পর্যায়ে সরবরাহ কমেছে। আর এর প্রভাবেই বাড়ছে দাম।

এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা।

দোকানিরা বলছেন, পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহ কমেছে। আর এর প্রভাব পড়েছে হিলি বাজারেও। কিছুদিন আগেও মোকামে প্রতিদিন ৩ থেকে ৫ ট্রাক পেঁয়াজ পাওয়া গেলেও এখন আসছে এক থেকে দুই ট্রাক।

গেল সপ্তাহে, মোকামে প্রতিমণ পেঁয়াজ ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে ১৮০০ থেকে ২ হাজার টাকায়। পাইকাররা বলছেন, ভারত থেকে আমদানি শুরু হলে দাম আবারও কমে আসবে।

স্থানীয় বাজারে পেয়াজের দর কমে আসায় ব্যবসায়ীরা আমদানি করতে আগ্রহ হারিয়ে ফেলেছে।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানি অভিনয়শিল্পীদের নিয়ে বড় পদক্ষেপ ভারতের

পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে একের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ