পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে যুক্ত। আমাদের ঐতিহ্য সংরক্ষণ মানে পরিবেশ রক্ষা করা— এসব কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর গুলশানে এজওয়াটার গ্যালারিতে আয়োজিত ক্রাফটিং দ্যা মেনি থ্রেডস অব কালচারাল টেক্সটাইল এক্সিবিশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেছেন, সরকার জনগণকে বিভিন্ন উৎসব উদযাপনে উৎসাহিত করছে। মানুষের ভেতর রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকতে পারে। তবে সংগীত ও সংস্কৃতি ভিন্ন মতের মানুষদের এক করতে পারে।