উয়েফা ইউরোপা লিগে ফিরতি লেগের কোয়ার্টার ফাইনালে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টকে ১-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে টটেনহ্যাম হটসপার। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ চারের টিকিট নিশ্চিত করে স্পার্স।
ফ্র্যাঙ্কফুর্টের ঘরের মাঠে শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয় ইংলিশ ক্লাবটি। তবে সকল বাধা পেরিয়ে পাল্টা আক্রমণ রচনা করে ইংলিশ ক্লাবটি।
খেলার ৩৮ মিনিটে স্বাগতিক গোলরক্ষক সান্তোসের বাজে ট্যাকলের শিকার হন জেমস ম্যাডিসন। প্রায় ৫ মিনিটের মতো বন্ধ থাকে খেলা। ভিএআরে পরীক্ষার পর স্পার্সের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বিরতির আগে সফল স্পটকিকে টটেনহ্যামকে ১-০ গোলের লিড এনে দেন ডোমিনিক সোলাঙ্কি।
বিরতির পর গোল শোধের জন্য মরিয়া হলেও সব চেষ্টা বিফলে যায় ফ্র্যাঙ্কফুর্টের। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিতের আনন্দে মাঠ ছাড়ে স্পার্স।