spot_img

তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

অবশ্যই পরুন

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ইরানের রাজধানী তেহরানে একটি রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই সফরে তিনি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।

গত সোমবার (১৪ এপ্রিল) সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। এতে তারা আঞ্চলিক উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলেন। এরপর তেহরান সফরের জন্য প্রিন্স খালিদ বিন সালমানকে আমন্ত্রণ জানান আব্বাস আরাগচি।

সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তেহরান সফরে যান প্রিন্স খালিদ বিন সালমান। সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা ত্বরান্বিত করতেই মূলত এই সফর করছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

এই সফর দুই দেশের মধ্যে বর্ধিত কূটনৈতিক সংলাপের ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে ইয়েমেন সংকট, পারস্য উপসাগরের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সহযোগিতার সম্ভাবনা উন্মোচন করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

সর্বশেষ সংবাদ

রেকর্ড গড়ে তৃতীয়বার বর্ষসেরা সালাহ

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে লিভারপুল। অলরেডসদের এই কীর্তি গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ সালাহ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ