spot_img

‘ভিএআরে পেনাল্টি বাতিল না হলে ম্যাচের ভাগ্য অন্যরকম হতে পারতো’

অবশ্যই পরুন

লা লিগা তো বটেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিজের রেকর্ডে সেরা হয়ে আছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ৩৬ বার ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হবার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে তাদের পারফরম্যান্স ঈর্ষণীয়। ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের এই আসরে ১৬ বার শিরোপা উঁচিয়ে ধরেছে লস ব্ল্যাঙ্কোসরা। এবারও ১৭ নম্বর শিরোপা ঘরে তোলার জন্য রেসে বেশ ভালো মতোই ছিল আনচেলত্তি শিষ্যরা। তবে শেষ আটেই থামে তারা। তবে ফলাফল নিজেদের অনুকূলে যেতে পারতো বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার ঘরের মাটিতে ২-১ ব্যবধানের হারের লজ্জা পেয়েছে লা লিগায় সর্বোচ্চ চ্যাম্পিয়নের খেতাব পাওয়া দলটি। তবে ২৩ মিনিটে এমবাপ্পেকে বক্সে ফাউলের পর পেনাল্টির বাঁশি বাজিয়েও পরে ভিএআরে তা বাতিল করেন রেফারি। এই পেনাল্টি বাতিল না হলে ম্যাচের চিত্র ভিন্ন রকম হতে পারতো বলে মত রিয়াল মাদ্রিদ কোচের।

আনচেলত্তি বলেন, ম্যাচের সার্বিক চিত্র বা ফলাফলের পরিস্থিতি বদলানোর জন্য ইতিবাচক কিছু মূহুর্তের প্রয়োজন ছিল আমাদের। তবে পেনাল্টির বাঁশি বাজিয়েও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। এমন গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি পেলে ম্যাচের চিত্র ভিন্ন রকম হতে পারতো।

তবে প্রতিপক্ষকে সমীহ করতেও ভোলেননি কার্লো। বলেন, কোয়ার্টারের দুই লেগেই আর্সেনাল আমাদের চেয়ে ভালো খেলেছে। সেমিফাইনালে যাওয়া তাদের প্রাপ্য ছিল।

চ্যাম্পিয়নস লিগের মতো মহাদেশীয় প্রতিযোগীতার মঞ্চে নিজেদের নিবেদন যথেষ্ঠ ছিল না বলেও মনে করেন রিয়াল বস। বলেন, শেষ চার নিশ্চিত করতে আমরা চেষ্টা করেছি। তবে দারুণভাবে রক্ষণ সামলেছে আর্সেনাল। আমরা জায়গা বের করে খেলতে পারিনি। খেলায় আমাদের মধ্যে যে নিবেদন ছিল তা যথেষ্ঠ হয়নি।

তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া নি:সন্দেহে হতাশাজনক। তবে এটিও খেলার বাইরের কোনো অংশ নয়। বিভিন্ন সময় ফুটবলের আনন্দময় অংশের স্বাক্ষী ছিলাম আমরা। এখনকার সময়টা অন্যরকম। এই পরিস্থিতিতেও সামলাতে হবে আমাদের। যাতে পরবর্তীতে আরও ভালো হয়ে ফিরতে পারি আমরা।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হতশ্রী পারফরমেন্সের পর প্রশ্ন উঠছে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে। তবে সেদিকে না তাকিয়ে আবারও হারানো মসনদ ফিরে পাওয়ার তাগিদ এই কোচের।

সর্বশেষ সংবাদ

দেশে যেন আর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা না পায় এ জন্য জুলাই সনদ প্রয়োজন: নাহিদ ইসলাম

দেশে যেন আর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হয় সে জন্য জুলাই সনদ প্রয়োজন বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক...

এই বিভাগের অন্যান্য সংবাদ