চ্যাম্পিয়নস লিগের ফিরতি পর্বের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গে রোমাঞ্চকর ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিলান। তবে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।
সান সিরোতে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে খেলা। প্রথমার্ধে সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যারি কেইনের গোলে ১-০ গোলের লিড পায় বায়ার্ন। ৫৮ ও ৬১ এই তিন মিনিটের ব্যবধানে লাওতারো মার্টিনেজ ও পাভার্দের গোলে ভালো অবস্থানে চলে যায় ইন্টার মিলান।
৭৬ মিনিটে সফরকারীদের ফিকে হয়ে যাওয়া স্বপ্নে আশার সঞ্চার করেন এরিক ডায়ার। ২-২ গোলে লিড এনে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ জানান স্বাগতিকদের। তবে শেষ মূহুর্ত চেষ্টা করেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি বাভারিয়ানরা।
শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। শেষ চারের লড়াইয়ে ইতালিয়ান ক্লাবটির প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা।