spot_img

ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেন। তারা হলেন- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বৈঠকে বসার কথা রয়েছে।

আজ বুধবার (১৬ এপ্রিল) ভোরে প্রথমে নিকোল চুলিক এবং পরে অ্যান্ড্রু হেরাপ ঢাকায় পৌঁছান।

জানান গেছে, তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন।

নিকোল চুলিক ছাড়াও মার্কিন প্রতিনিধি দলে থাকবেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং তার সফরসঙ্গী মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধিদলের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতিসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের এবং সচিবপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন তারা।

সর্বশেষ সংবাদ

নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ