এবার আলজেরিয়ার ১২ কর্মকর্তাকে দেশ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। একইসাথে আলজিয়ার্সে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এ ঘোষণা দেয় ফরাসি কর্তৃপক্ষ। তার একদিন আগেই ফ্রান্সের ১২ কূটনৈতিক কর্মকর্তাকে বহিষ্কার করে আলজেরিয়া। ৪৮ ঘণ্টার মধ্যে দেয়া হয় দেশত্যাগের নির্দেশ। এরই জেরে ফ্রান্স পাল্টা জবাব হিসেবে এ বহিষ্কারাদেশ দেয়।
এর আগে, ফ্রান্সে রাজনৈতিক শরণার্থী হিসেবে বসবাসরত আলজেরীয় সরকারের কড়া সমালোচক আমির বুকোর্সকে দেশটি থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় আলজেরিয়ার তিন নাগরিককে গ্রেফতার করে ফরাসি পুলিশ। যাতে ফ্রান্স-আলজেরিয়া সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।