এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমা। মুক্তির পর থেকেই এখনও পর্যন্ত আশানুরূপ ফল করেনি সিনেমাটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী বলছে, শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা ১৬ দিনে আয় করেছিল ৮৯০ কোটি রুপি। সেখানে সালমানের ‘সিকান্দার’ সিনেমা বক্স অফিসে ১৬ দিনে মোট ১০৯.৩৯ কোটি টাকা আয় করেছে। এমন রিপোর্ট প্রকাশ্যে আসার পর অনেকেই বলে ফেলেছেন, সালমানের ক্যারিয়ার হয়তো শেষ। তবে নতুন খবর, সালমান কিন্তু নিজেকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে প্রস্তুতি শুরু করেছেন পুরোদমে।
এদিকে সালমানের ‘সিকান্দার’ ১৬দিন পার করে ফেলেছে বক্স অফিসে। পাল্লা দিয়ে কমছে আয়। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১৬তম দিনে এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১০৯.৩৬ কোটি রুপি (নেট)
সালমানের ‘সিকান্দার’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার নেপথ্যে কিছু কারণ জানিয়েছে চলচ্চিত্র বিশ্লেষকেরা।
দুর্বল চিত্রনাট্য ও বিষয়বস্তু: ‘সিকান্দার’ সিনেমার বিষয়বস্তুতে সমস্যা ছিল মনে করছেন একাধিক চলচ্চিত্র বিশ্লেষক। তাই সালমান খানের উপস্থিতিও এটিকে বাঁচাতে পারেনি। চলচ্চিত্র–বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ বলেন, ‘আমার মনে হয়, ভরাডুবির মূল কারণটি ছিল চিত্রনাট্য ও বিষয়বস্তু। বিষয়বস্তু এতটাই দুর্বল ছিল যে প্রাথমিক কৌতূহলের পরেও সিনেমাটির ভাগ্যে ভালো কিছু আসেনি। প্রথম দিন ভালো ছিল, দ্বিতীয় ও তৃতীয় দিন ছিল ঈদ, তাই এটি ব্যবসার যথেষ্ট সুবিধা পেয়েছিল, কিন্তু এরপরই তা হুড়মুড় করে ভেঙে পড়ে। ছবিটির আয় ক্রমে নিম্নমুখী হচ্ছিল।’
হল–ফেরত দর্শকের খারাপ রিভিউ: সালমানের সিনেমা নিয়ে আমজনতার মধ্যে একটা উৎসব দেখা যায় সব সময়। অনেকেই মনে করেন এরাই সালমানের পাওয়ার হাউস। ভাইজানের সিনেমা মুক্তি মানেই গেইটি গ্যালাক্সিসহ সিঙ্গেল স্ক্রিনের সামনে উৎসব, দর্শকদের উচ্ছ্বাস। তবে এবারের চিত্র অবাক করেছে জি৭ মাল্টিপ্লেক্স (গেইটি গ্যালাক্সি) ও মারাঠা মন্দির সিনেমার নির্বাহী পরিচালক মনোজ দেশাইকে। ইটাইমসকে তিনি বলেন, ‘এটি অন্য কোনো ছবির অনুলিপি ছিল, আর মনে হয়েছে নায়িকাকে তাড়াতাড়ি হত্যা করা হয়েছিল। বিশ্বাস করেন, আমি ছবির একটিও ফ্রেম দেখিনি। কিন্তু দর্শকেরা হল থেকে বের হয়ে আমাকে এমনই বলেছেন, যা আমি আপনাকে বলছি।’
পাইরেসি: পাইরেসির কারণেও সিনেমাটির ব্যবসায় ভাটা পড়েছে বলে মনে করছেন মনোজ দেশাই। তিনি বলেন, ‘সালমানের জন্য মানুষ সিনেমা হলে আসে, কিন্তু পাইরেসির কারণে অনেকেই হলে আসেননি। এখন ওটিটির সময়, মানুষের মনে এই মনোভাব তৈরি হয়েছে যে আমরা ঘরে বসে ছবিটি দেখব।’
গানগুলো আলোচনা তৈরি করতে ব্যর্থ হয়েছে: সিনেমায় ‘সিকান্দার নাচে’, ‘জোহরা জাবিন’ ও ‘হাম আপকে বিনা’র মতো ভালো গান ছিল, যেগুলো ছবিটিকে হয়তো ব্যর্থতা থেকে কিছুটা বাঁচাতে পারত। তবে ভুলে যাওয়ার মতো গানের কথা, দুর্বল সংগীত আয়োজন আলোচনা তৈরি করতে পারেনি। তবে প্রয়োজনীয় প্রচারণা হলে এগুলোও তুরুপের তাস হতে পারত বলে মনে করছেন অনেকেই।
‘সিকান্দার’ সিনেমায় প্রথমবার সালমানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা। ‘গজনি’খ্যাত নির্মাতা এ আর মুরুগাদসের সঙ্গেও এর মাধ্যমে প্রথমবার কাজ করেন সালমান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সত্যরাজ, শরমন যোশী, কাজল আগারওয়াল, প্রতীক বাব্বর, অঞ্জিনী ধাওয়ানসহ আরও অনেকে।