spot_img

গাজার প্রতি সংহতি জানিয়ে নেদারল্যান্ডসে ব্যাপক বিক্ষোভ

অবশ্যই পরুন

গাজার প্রতি সংহতি জানিয়ে নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারড্যামে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দেশটির সংবাদ মাধ্যম ‘এন এল টাইমস’ এ তথ্য জানায়।

এসময় সমাবেশ চলাকালীন জোরপূর্বক অ্যামস্টারড্যাম ইউনিভার্সিটির মূল ভবনে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে।

ভবনের ইমার্জেন্সি এক্সিট বন্ধ করে সেখানে অবস্থানরত সকল কর্মচারীকে জোর করে বের করে দেয়া হয়। ভবনের ভিতর থেকে ইসরায়েল বিরোধী ব্যানার হাতে জানায় প্রতিবাদ।

এ ঘটনার অন্তত ৫ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এসময় শিক্ষার্থীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটক করা হয় অনেক বিক্ষোভকারীকে।

ইসরায়েলের সাথে সবরকম সম্পর্ক ছিন্ন করার দাবিতে এই প্রতিবাদ ও বিক্ষোভে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ সংবাদ

যুদ্ধক্ষেত্র থেকে কত লাখ সেনা পালিয়েছে, স্পষ্ট করল ইউক্রেন

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির প্রায় ২ লাখ সেনা অনুমতি ছাড়া কর্মস্থল ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া সামরিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ