ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশে গতকাল শনিবার (১২ এপ্রিল) আটজন পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এরপর এই হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের তাগিদ দিয়েছে তেহরানকে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানায় পাকিস্তান।
এর আগে, স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) রাতে হামলাকারীরা ওই ওয়ার্কশপে প্রবেশ করে এবং পাকিস্তানি কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ইরানি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। এখন পর্যন্ত নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন- দিলশাদ, তার ছেলে মুহাম্মদ নাঈম, জাফর, দানিশ ও নাসির।
এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বেলুচিস্তান ন্যাশনাল আর্মি (বিএনএ)। ইরানের পাকিস্তান সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলগুলোয় সক্রিয় একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। যাদের মধ্যে অন্যতম বিএনএ ও বেলুচ লিবারেশন ফ্রন্ট।
এর আগে, একাধিকবার পাকিস্তানী নাগরিক কিংবা সেনাসদস্যদের টার্গেট করে হামলা চালিয়েছে গোষ্ঠীগুলো।