spot_img

মে মাসের শুরুতে ডাকসু নির্বাচন কমিশন গঠন করা হবে: ঢাবি প্রশাসন

অবশ্যই পরুন

মে মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের জন্য কমিশন গঠন করা হবে। এছাড়া ওই মাসেই ডাকসুর ভোটার তালিকাও দেয়া হতে পারে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এনিয়ে হালনাগাদ তথ্য দিয়েছে ঢাবি প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ডাকসু গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। বৈঠক হয়েছে ছাত্র সংগঠনগুলোর সাথে। সেসময় তাদের মতামতও নেয়া হয়। এ বিষয়গুলো ডিন ও সিন্ডিকেট কমিটি যাচাই বাছাই করছে।

অপরদিকে ডাকসু নিয়ে পরামর্শক কমিটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামী মে মাসের শুরুতে ডাকসুর জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা প্রনয়ন করা হবে। এরপরেই নির্বাচনের তফসিল দেবে কমিশন। আর তখন নির্ধারিত হবে ডাকসু নির্বাচনের দিন।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত, নিয়োগ নিয়ে চরম অভিযোগ

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ৩৯ বছর বয়সী ইউলিয়া স্ভিরিদেনকো। ইউক্রেনের পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়োগে সম্মতি দিয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ