spot_img

ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরও ৩৯ ফিলিস্তিনি

অবশ্যই পরুন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বিমান হামলায় আরও রক্তঝরা দিন পার করলো ফিলিস্তিনিরা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন এবং আহত হয়েছেন আরও ১১৮ জন, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১৪ এপ্রিল) প্রকাশিত বার্তাসংস্থা আনাদোলুর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর মাধ্যমে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৮৩ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৭৪ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন, যাদের কাছে পৌঁছাতেও পারছে না উদ্ধারকর্মীরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে। বাস্তবচিত্র আরও ভয়াবহ—ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনও উদ্ধার হয়নি। সড়কে ও ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির নিচে পড়ে রয়েছেন অনেকেই, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতেও পারছেন না।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করে গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করে। এরপর থেকে নিহত হয়েছে আরও ১ হাজার ৬১৩ জন এবং আহত ৪ হাজার ২০০ জনের বেশি। জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাতে গাজার ৮৫ শতাংশ মানুষ ঘরছাড়া এবং অবকাঠামোর ৬০ শতাংশ ধ্বংস হয়েছে।

এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তা বাস্তবায়নে এখনো কোনো কার্যকর অগ্রগতি হয়নি। তাছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ

ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন বাস্তবায়ন স্থগিত

ভারতের বিতর্কিত সংশোধিত ওয়াকফ আইনের বাস্তবায়ন স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (১৬ এপ্রিল) আইনটির বিরুদ্ধে করা ৭৩টি পিটিশনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ